ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রুশ প্লেন বিধ্বস্তের ঘটনায় ৪ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
রুশ প্লেন বিধ্বস্তের ঘটনায় ৪ মরদেহ উদ্ধার কৃষ্ণসাগর থেকে চার মরদেহ উদ্ধার (ফাইল ফটো)

৯২ জন আরোহী নিয়ে রুশ একটি সামরিক প্লেন প্রথমে নিখোঁজ পরে বিধ্বস্ত হওয়ার ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির সোচি শহরের কাছে কৃষ্ণসাগর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বাকি আরোহীদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন উদ্ধার কর্মীরা।

ঢাকা: ৯২ জন আরোহী নিয়ে রুশ একটি সামরিক প্লেন প্রথমে নিখোঁজ পরে বিধ্বস্ত হওয়ার ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির সোচি শহরের কাছে কৃষ্ণসাগর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বাকি আরোহীদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন উদ্ধার কর্মীরা।

রোববার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ সময় বিকেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

৯২ জন আরোহী নিয়ে রাশিয়ার টিইউ-১৫৪ নামের একটি সামরিক বিমান দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার এলাকার কাছে কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছে। প্লেনটি রোববার ভোরে রাশিয়ার সোচি শহরের কৃষ্ণসাগর সি রিসোর্ট থেকে সিরিয়ার হেমেইমিম শহরের উদ্দেশে উড়াল দিয়েছিল।

দুর্যোগ মন্ত্রণালয়ে বরাত দিয়ে রুশ বার্তাসংস্থা রিয়া নভোস্তিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, রোববার (২৫ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে আকাশে ওড়ার পরপরই টিইউ-১৫৪ প্লেনটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলো রিয়া নভোস্তির কাছে নিখোঁজ প্লেনটি বিধ্বস্ত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে। রিয়া নভোস্তি আরও জানায়, প্লেনটি মস্কোর চাকালোভ্‌স্কি বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। পরে জ্বালানি সংগ্রহের জন্য সেটি সোচির কৃষ্ণসাগর তীরবর্তী একটি বিমানবন্দরে থামে। সেখান থেকে জ্বালানি নিয়ে উড়াল দেবার পরপরই সেটি রাডারের আওতার বাইরে চলে যায়।

প্লেনটি ক্রাসনোদারের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও পরে দাবি করা হয় এটি বিধ্বস্ত হয়েছে কৃষ্ণসাগরে। তবে নিখোঁজ হবার আগে প্লেনটি থেকে পাইলট কোনো প্রকার জরুরি বার্তা পাঠাননি।

রাশিয়ার একটি সূত্র প্লেনটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলেও দাবি করেছে। তবে অন্য কোনো সূত্র সে দাবির সত্যতা নিশ্চিত করেনি।  

‘কারিগরি ত্রুটি অথবা পাইলটের ভুল’কে প্লেনটি বিধ্বস্ত হবার কারণ বলে ধারণা করা হচ্ছে। সামরিক প্লেনটি ৯২ জনের মধ্যে ৮৪ জন যাত্রী ও বাকি ৮ জন ছিলেন ক্রু। রাশিয়ার সামরিক ব্যান্ডদল আলেকসান্দ্রভ এনসেম্বলের সদস্যরা ছাড়াও প্লেনটিতে সামরিক কর্মকর্তা ও সাংবাদিক ছিলেন।

আরোহীদের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করে জানা না গেলেও এদের প্রায় সবাই প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে উদ্ধারকাজ শুরু করার জন্য কয়েকটি এমআই-এইট সামরিক হেলিকপ্টার ও কয়েকটি যুদ্ধজাহাজ বিমানটির ধ্বংসাবশেষের জন্য অনুসন্ধান অব্যাহত রেখেছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো বিষয়টির তদারকি করছেন। এরই মধ্যে তিনি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

** ৯২ আরোহী নিয়ে রুশ সামরিক বিমান বিধ্বস্ত

**  ৯১ আরোহী নিয়ে রাশিয়ান সামরিক বিমান নিখোঁজ

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এসএইচ/জেএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।