ঢাকা: দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৭।
রোববার (২৫ ডিসেম্বর) আন্তর্জাতিক সমন্বিত সময় দুপুর ২টা ২২ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ২২ মিনিটে) দেশটির দক্ষিণাঞ্চলের শহর পুয়ের্তো মন্তো’র ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। ইউএসজিএসের এ খবরের পর যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের বরাত দিয়ে বলা হয়, ভূমিকম্পের উৎপত্তিস্থলের ১ হাজার কিলোমিটার উপকূলীয় এলাকায় সুনামি বা ১-৩ মিটার জলোচ্ছ্বাস আছড়ে পড়তে পারে।
এই সুনামি সতর্কতা পাওয়ার পরই উপকূলবর্তী বায়ো বায়ো, লা আরাউসানিয়া, লস রোগোস ও আয়জেন শহর ও এর আশপাশের জনসাধারণকে নিরাপদস্থানে সরে যেতে বলা হয়েছে। ভূমিকম্পের পর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, প্রাকৃতিক এ দুর্যোগের পর পুয়ের্তো মন্তো ও এর আশপাশের এলাকায় বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। ফাটল দেখা দিয়েছে ব্যস্ত পিচঢালা সড়কেও। ভূমিকম্পে তৎক্ষণাৎ কোনো হতাহতের খবর মেলেনি।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬/আপডেট ২২০৯ ঘণ্টা
এইচএ/