ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

৩৫ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
৩৫ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ওবামা। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ইলেকশনে নাক গলানোর দায়ে ৩৫ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টি ও পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের মেইল হ্যাকের অভিযোগ আনা হয়েছে।

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ইলেকশনে নাক গলানোর দায়ে ৩৫ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টি ও পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের মেইল হ্যাকের অভিযোগ আনা হয়েছে।

ওয়াশিংটন ডিসির দূতাবাস ও সান ফ্যান্সিসকোর কনস্যুলেট অফিস থেকে ওই ৩৫ কূটনীতিককে সপরিবারে দেশ ত্যাগে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

তবে মার্কিন ইলেকশনে হস্তক্ষেপের সব অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রের বহিষ্কারের সিদ্ধান্তকে ভিত্তিহীন দাবি করেছে রাশিয়া।

বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।