ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে ভয়াবহ কারাদাঙ্গায় নিহত ৮০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
ব্রাজিলে ভয়াবহ কারাদাঙ্গায় নিহত ৮০ ব্রাজিলের কারাগারে দাঙ্গা, ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের মানাউস শহরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় কমপক্ষে ৮০ জনের প্রাণহানি হয়েছে। সোমবার (২ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে বলে কারা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

আনিসিও জোবিম পেনিটেনটিয়ারি কমপ্লেক্স নামে পরিচিত ওই কারাগারে অাধিপত্যের দ্বন্দ্বকে কেন্দ্র করে রোববার দুই প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের সংঘর্ষ থেকে দাঙ্গার সূত্রপাত হয়। পরে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা ‍বাহিনী।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ব্রাজিলের আমাজোনাস রাজ্যের নিরাপত্তা প্রধান সার্গিও ফনটেস।

ব্রাজিলের কারাগারগুলো অতিরিক্ত বন্দির ভারে জর্জরিত। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পর ব্রাজিলেই কারাগারে বন্দির সংখ্যা সবচেয়ে বেশি।

দেশটির বেশিরভাগ কারাগার বা সংশোধনাগারগুলো নিয়ন্ত্রণ করে মূলত বিভিন্ন মাদক ও অপরাধী চক্র। ব্রাজিলে কারাগারের ভেতর এসব গ্রুপের মধ্যে সংঘর্ষ প্রায় নিয়মিত ঘটনা।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরআই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।