ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের ডাক ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের ডাক ট্রাম্পের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)

ঢাকা: যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমন্ত্রণ জানিয়েছেন সাংবাদিকদের। আগামী ১১ জানুয়ারি (বুধবার) বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের নিয়ে তিনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছেন। এমনই টুইট তার।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রাম্প আনুষ্ঠানিক কোনো সভার আয়োজন করতে যাচ্ছেন।

গত বছরের নভেম্বরে নির্বাচিত হওয়ার পর থেকে তিনি বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে পৃথক সাক্ষাৎকার দিয়েছেন, এবার সংবাদ সম্মেলনে জবাব দেবেন এক সঙ্গে অনেক সাংবাদিকের প্রশ্নের।

রাশিয়ার সঙ্গে মার্কিন মুলুকের চলতি দায়িত্বের প্রেসিডেন্ট বারাক ওবামার সম্পর্কে ছেদ এবং ট্রাম্পের প্রতি আস্থার বিষয়গুলো নিয়েও সেখানে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।