ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইইউতে যুক্তরাজ্যের নতুন দূত টিম ব্যারো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
ইইউতে যুক্তরাজ্যের নতুন দূত টিম ব্যারো টিম ব্যারো

ঢাকা: ইউরোপিয়ান ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের নতুন দূত হিসেবে নিযুক্ত হয়েছেন জ্যেষ্ঠ কূটনীতিক স্যার টিম ব্যারো। গত মঙ্গলবার (০৩ জানুয়ারি) ইভান রজারস পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হলেন ব্যারো।

মস্কো’র সাবেক এ রাষ্ট্রদূত ব্রেক্সিট ইস্যুতে যুক্তরাজ্যের পক্ষে ‘শক্ত আলোচক’ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মনে করছে ডাউনিং স্ট্রিট।   

নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করেন রাষ্ট্রদূত স্যার ইভান।

ব্রেক্সিট ইস্যুতে অনেকে তাকে ‘দ্বিধান্বিত’ বলে মনে করতেন।

নবনিযুক্ত স্যার টিম ব্যারো ২০১১ থেকে ২০১৫ মেয়াদে মস্কোয় যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।  

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।