ইতোমধ্যে রাশিয়ায় ১২০ বছরের মধ্যে শীতলতম বড়দিন উদযাপিত হয়েছে। শীত এমন বেড়েছে যে, তা তুরস্ককেও ছুঁয়েছে, সেখানেও এখন বরফ পড়ছে ক্রমাগত, বসফরাস প্রণালিতে বন্ধ জাহাজ চলাচল।
ইউরোপের দেশ ইতালিতে অতিরিক্ত শীতে মারা গেছেন সাতজন। তীব্র তুষারপাতে বন্ধ হয়ে গেছে নৌ চলাচল। বন্ধ ঘোষণা করা হয়েছে সিসিলি, বারি ও ব্রিনডিসি বিমানবন্দর।
পোল্যান্ডে শীতে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাপমাত্রা কমে নেমে এসেছে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে। তুলনামূলক উষ্ণ হলেও গ্রিসে এবার তাপমাত্রা নেমেছে মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াসে। তুষারে ঢাকা পড়েছে বেশ কয়েকটি দ্বীপ।
এছাড়া চেক রিপাবলিকে মারা গেছেন তিনজন।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
আইএ