ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কি ভয়াবহ! কি জঘন্য!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৭
কি ভয়াবহ! কি জঘন্য! শিশুকে দিয়ে বন্দির ওপর গুলি করাচ্ছে আইসিস

শিশুর সঙ্গে এমন ভয়ঙ্কর আচরণ আর হতে পারে না। এমন জঘন্যভাবে শিশুকে ব্যবহার করতেও দেখা যায়নি কোনও কালে। যা এখন আইসিস করছে।

সম্প্রতি সন্ত্রাসী এই গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশিত ভিডিও চিত্রে দেখা গেছে একটি ছোট্ট শিশু গুলি করে হত্যা করছে তাদের হাতে বন্দি একজনকে।

সিরিয়ার একটি আইসিস ঘাঁটিতে এই ঘটনা ঘটে।

যার ভিডিওচিত্র পরে অনলাইনে প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায় একটি লোহার গ্রিলের সঙ্গে দুই দিকে দুই কব্জি বাঁধা ওই বন্দিকে ঠিক মাথায় গুলি করেছে শিশুটি।

যেখানে এই ঘটনাটি ঘটানো হয়েছে সেটি একটি লোহার বেড়ায় ঘেরা কক্ষ। মেঝেতে অসংখ্যা ফেটে নষ্ট হয়ে যাওয়া প্লাস্টিকের ছোট ছোট বল। এ ধরনের বল দিয়ে ভরা ছোট্ট ঘরগুলোতে শিশুরাই খেলা করে। অসংখ্য বলের ওপর ঝাপিয়ে পড়ে বা বলগুলো ছুঁড়ে দিয়ে খেলে। ঠিক সেখানেই শিশুর হাতে মারনাস্ত্র ধরিয়ে দিয়ে এ কোন খেলা খেলছে আইসিস?

বাংলাদেশ সময় ১১৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৭
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।