ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার অভ্যন্তরীণ ফ্লাইটে নারীদের জন্য ৬টি আসন সংরক্ষিত থাকবে। আগামী ১৮ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর করবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
নতুন এ সিদ্ধান্ত কার্যকর হলে নারীদের জন্য ‘বিশেষ’ এ সুবিধা কার্যকরী প্রথম এয়ারলাইন্স হবে এয়ার ইন্ডিয়া।
এয়ারলাইন্সের ক্ষেত্রে ধারণাটি নতুন হলেও স্বল্প-দূরপাল্লার ট্রেন, মেট্রো ও বাসে ভারতে নারীদের জন্য ‘সংরক্ষিত’ আসনের এ সুবিধা প্রচলিত রয়েছে।
এদিকে সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে সবচেয়ে বাজে এয়ারলাইন্সের তালিকায় তৃতীয় স্থানে উঠে আসে এয়ার ইন্ডিয়ার নাম।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
জেডএস