ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ২৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত বেড়ে ২৬ কারাগারে দাঙ্গা, ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলের শহর নাটালের এক কারাগারে দাঙ্গা, সংঘর্ষ, বিস্ফোরণ ও গুলির ঘটনায় কয়েদিসহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায়েছে ২৬ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সোমবার (১৬ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়। প্রথমে নিহতের সংখ্যা ১০ জন বলা হলেও দফায়-দফায় ১৪ ঘণ্টার ওই দাঙ্গায় নিহতের সংখ্যা বড়ে হয়েছে ২৬।

খবরে বলা হয়, স্থানীয় সময় শনিবার বিকেলে রিও গ্রান্ডে ডু নরটি অঙ্গরাজ্যের আলকাকজ কারাগারে শক্তিশালী একটি সন্ত্রাসী সংগঠনের সদস্যরা ওই কারাগারে উপস্থিত হলে দাঙ্গার সূত্রপাত হয়। নিহতের মধ্যে বেশ কয়েকজনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে।

তিনজনকে শিরশ্ছেদ করে হত্যা করতে দেখেছেন বলে জানান কারাগারটির সমন্বয়ক জেমিলটন।

চলতি নতুন বছরে এটি দেশটির তৃতীয় বড় কারা দাঙ্গার ঘটনা। এ মাসের শুরুতে অ্যামাজোনাস ও রোরাইমা অঙ্গরাজ্যে কারা দাঙ্গার ঘটনায় প্রায় ১০০ কারাবন্দি নিহত হন।

** ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ১০

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।