বুধবার (১৮ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। সম্প্রতি হোয়াইট হাউজ ম্যানিংয়ের সাজা মাওকুফের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়।
চেলসি ম্যানিংয়ের সাজা বাতিলের জন্য গত মঙ্গলবার বারাক ওবামা তার প্রতিরক্ষা সচিবকে নির্দেশ দেন। অভিযুক্ত চেলসি ৭ লাখ ৫০ হাজার পৃষ্ঠার গুরুত্বপূর্ণ তথ্য ও বেশকিছু ভিডিও উইকিলিকসকে সরবরাহ করেছেন।
উইকিলিকসের ওই শ্রেণিবদ্ধ তথ্য ফাঁসের ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় এবং আলোচিত। যার মূল হোতা অস্ট্রেলিয়ান নাগরিক উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ।
গোপনীয় তথ্য ফাঁসের সঙ্গে জড়িত থাকার ঘটনায় ২০১৩ সালে চেলসি ম্যানিংকে ৩৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিলো। ওবামার ক্ষমতার শেষে বেলায় এসে এমন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে আমেরিকানদের মধ্যে।
চেলসি ম্যানিংকে গ্রেফতারের সময় তিনি পুরুষ ছিলেন, তার নাম ছিলো ব্র্যান্ডলি ম্যানিং। পরে অপারেশনের মাধ্যমে হিজড়া হন এবং নাম ধারণ করেন চেলসি ম্যানিং।
গতবছর কানসাস অঙ্গরাজ্যের এক পুরুষ কারাগরে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থও হয়েছেন তিনি। ওই বছর ম্যানিং লিঙ্গ পরিবর্তন করার দাবিতে অনশনও পালন করা শুরু করেন। পরে সেনাবাহিনী তাকে চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তনের সুযোগ দিলে অনশন ভঙ্গ করেন।
বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬/আপডেট: ০৯২৫ ঘণ্টা
টিআই