ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
ট্রাম্পবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী বিক্ষোভ-সমাবেশ ওয়াশিংটন থেকে ক্রমেই বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে ইংল্যান্ডের লন্ডন, ফ্রান্সের প্যারিস সিটি, অস্ট্রেলিয়ার মেলবোর্নসহ বিভিন্ন দেশের প্রধান শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভের খবর পাওয়া গেছে।

রোববার (২২ জানুয়ারি) নারীদের নেতৃত্বে লাখ-লাখ বিক্ষোভকারীদের ওয়াশিংটনসহ বিভিন্ন শহরের সড়ক অবরোধ করে প্রতিবাদ করতে দেখা যায়।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২১ জানুয়ারি) শপথগ্রহণের পরপরই ওয়াশিংটনের রাস্তায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ শুরু হয়।

পরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

ট্রাম্পবিরোধী বিক্ষোভের একাংশ, ছবি: সংগৃহীতবিক্ষোভকারীদের মধ্যে নারীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। নারীর প্রতি ট্রাম্পের বিদ্বেষপূর্ণ মনোভাবের কারণে স্বতঃস্ফূতভাবে বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানান তারা।

অভিবাসীদের জন্য কট্টর নীতি, নারীদের অবমাননা ও বিভিন্ন ইস্যুতে ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়েছে। এতে কেবই উত্তাল হয়ে উঠছে পরিস্থিতি।

** ট্রাম্পবিরোধী বিক্ষোভে ২০ লাখ নারী

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।