ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিনাই উপদ্বীপে হামলায় পাঁচ সেনা সদস্য নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
সিনাই উপদ্বীপে হামলায় পাঁচ সেনা সদস্য নিহত

মিসরের সিনাই উপদ্বীপে এক অজ্ঞাত বন্দুকধারীর হামলায় পাঁচ সেনা সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৩ জানুয়ারি) এ ঘটনা ঘটে বলে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়। যেখানে এই হামলার ঘটনা ঘটেছে সেখানে বেশ অস্থিরতা বিরাজ করছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, এমন ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। নিহতরা দেশের জন্য শহীদ, তাদের হত্যা করেছে কিছু উদ্র গোষ্ঠী।

বিবৃতিতে নির্দিষ্ট করে সিনাইয়ের কোনো এলাকার নাম যেমন উল্লেখ করা হয়নি, তেমনি উল্লেখও করা হয়নি পরবর্তীতে আর কী ঘটেছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার দায়ও কেউ স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।