ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রমিকদের পাঠানো অর্থে অতিরিক্ত কর বসাচ্ছে না সৌদি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
শ্রমিকদের পাঠানো অর্থে অতিরিক্ত কর বসাচ্ছে না সৌদি

সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, বিদেশি শ্রমিকদের পাঠানো অর্থে কোনো প্রকার কর আরোপ করা হচ্ছে না।

শনিবার (২১ জানুয়ারি) সৌদি শুরা কাউন্সিল জানায়, সৌদি থেকে অন্যদেশে পাঠানো অর্থের ওপর তারা ৬ শতাংশ কর আরোপের চিন্তা-ভাবনা করছে।

এর ঠিক একদিন পর রোববার সৌদি সরকার থেকে জানানো হলো, কর আরোপ আপাতত করা হচ্ছে না।

মূলত বিশ্ব বাজারে তেলের দাম বৃদ্ধি, জাতীয় বাজেট তৈরিসহ নানা ক্ষেত্রে সৌদি সরকারের অর্থনৈতিক টান পড়েছে। যার পরিপ্রেক্ষিতে রেমিটেন্সের ওপর কর সংযুক্তির কথা মনে করা হচ্ছিল।

দেশটিতে বাংলাদেশি শ্রমিক ছাড়াও বিভিন্ন দেশের শ্রমিকরা নানা ক্ষেত্র, পেশায় নিয়জিত রয়েছেন। অতিরিক্ত কর না বসানো তাদের জন্য স্বস্তির সংবাদ।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।