ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ ট্রাম্পের  নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্র সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ফোন কলের মাধ্যমে এ আমন্ত্রণ জানানো হয়।

বুধবার (২৫ জানুয়ারি) নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বিষয়টি জানান।

এদিকে, ওয়াশিংটন জানায়, বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ট্রাম্প ভারতকে খাঁটি বন্ধু ও অংশীদার হিসেবে দেখছেন।

আর সেজন্য যুক্তরাষ্ট্র সফরে মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও ভারতের অর্থনীতি, প্রতিরক্ষা এবং অংশীদারিত্বের সুবিধা তরান্বিত করতে দু’নেতার মধ্যে আলোচনায় হয়েছে বলেও জানায় ওয়াশিংটন।

আলোচনার সময় ট্রাম্পকেও ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।