ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১ হাজার গ্রামে ফ্রি ওয়াইফাই সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
১ হাজার গ্রামে ফ্রি ওয়াইফাই সুবিধা ফ্রি ওয়াইফাই সুবিধার আওতায় আসছে ১০৫০ গ্রাম ( প্রতীকী ছবি)

ভারতের ১ হাজার ৫০ গ্রামে ফ্রি ওয়াইফাই সুবিধা দিচ্ছে দেশটির সরকার। ডিজিটাল ভিলেজ পাইলট প্রকল্পের আওতায় দেশটির বাছাইকৃত বিভিন্ন গ্রামে এ সুবিধা দেওয়া হবে। আর সে লক্ষ্যে ভারত সরকার পদক্ষেপ নিচ্ছে বলে সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ জানায়।

আগামী ছয় মাসের মধ্যে বাছইকৃত প্রতিটি গ্রামে ওয়াইফাই হটস্পটের মাধ্যমে ইন্টারনেট সুবিধা দেওয়া হবে। বিশেষ টাওয়ারের সঙ্গে সংযুক্ত হয়ে মোবাইল ফোনের মাধ্যমে গ্রামবাসীরা তাদের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

দেশটির ইন্টারনেট সুবিধা বঞ্চিত জনগণকে ইন্টারনেটের আওতায় আনার উদ্দেশ্যে সরকারের সঙ্গে সমন্বয় করে গ্লোবাল টেক ফার্মস এবং ভারতীয় ইন্টারনেট প্রোভাইডার প্রকল্পটি বাস্তবায়নে কাজ করবে।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।