ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করলো হোমল্যান্ড সিকিউরিটি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৭
ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করলো হোমল্যান্ড সিকিউরিটি

ঢাকা: সাতটি মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

এর আগে ট্রাম্পের জারি করা এই নিষেধাজ্ঞা স্থগিত করেছিলেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। বিচার বিভাগের এই আদেশের প্রেক্ষিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে এখন থেকে তারা পূর্বের নিয়মানুযায়ী এই সাতটি দেশের অভিবাসীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশ আর কার্যকর হবে না।

একই সঙ্গে ট্রাম্পের নিষেধাজ্ঞার পর যেসব ভিসা বাতিল করা হয়েছে সেগুলোও পুনরায় পুনর্বিবেচনা করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।