ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তান-পাকিস্তানে তুষার ধসে নিহত বেড়ে শতাধিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
আফগানিস্তান-পাকিস্তানে তুষার ধসে নিহত বেড়ে শতাধিক তুষার ধস, ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তানে তুষার ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে শতাধিক। এরমধ্যে আফগানিস্তানের আফগান প্রদেশে একই গ্রামের ৪৫ জন ও পাকিস্তানের উত্তরাঞ্চলে ১৪ জনসহ শতাধিক মানুষ নিহত হন। আহত হয়েছেন আরও অনেকে।

গত কয়েক দিনের অব্যাহত ভারী তুষারপাতের ফলে রোববার (৫ ফেব্রুয়ারি) দুই দেশের সীমান্ত এলাকায় এ নিহত ও হতাহতের ঘটনা ঘটে।

তুষার ধসে উভয় দেশের দেড় শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

অনেক রাস্তা-ঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ ও উদ্ধারকর্মীরা আক্রান্ত এলাকায় যেতে পারছেন না। শতাধিক গৃহপালিত পশু-পাখির প্রাণহানি হয়েছে। আক্রান্ত এলাকার মানুষকে নিদারুণ কষ্ট ভোগ করতে হচ্ছে।

পরিস্থিতি স্বাভাবিক করতে উভয় দেশের আইনশৃঙ্খলা ও উদ্ধারকর্মীরা তৎপরতা অব্যাহত রেখেছেন।

** আফগানিস্তান-পাকিস্তানে তুষার ধসে নিহত ৫৯

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।