ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

করাচিতে আফগান কূটনীতিককে গুলি করে হত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৭
করাচিতে আফগান কূটনীতিককে গুলি করে হত্যা

পাকিস্তানের দক্ষিণের শহর করাচিতে এক আফগান কূটনীতিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) করাচিতে আফগানিস্তানের কনস্যুলেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা সাকিব ইসমাইল বলেন, কনস্যুলেটের তৃতীয় সচিবকে এক বন্দুকধারী গুলি করে হত্যা করেছেন।

তবে তাকে ধরা গেছে, সে নিজেও আফগান নাগরিক।

তবে কী কারণে এই হত্যাকাণ্ড অথবা এর সঙ্গে জঙ্গিগোষ্ঠীর কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তাকে খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।