সোমবার (০৬ ফেব্রুয়ারি) জাতিসংঘ প্রকাশতি এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দেশটিতে প্রায় ১১ হাজার ৫শ’ বেসামরিক ব্যক্তি নিহত বা আহত হয়েছেন। এর মধ্যে রয়েছে ৩ হাজার ৪৯৮ জন নিহত এবং ৭ হাজার ৯২০ জন আহত ব্যক্তি।
সংস্থাটি জানায়, ন্যাটো বাহিনীর যুদ্ধ মিশন শেষ হওয়ার দুই বছর পর আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য ও জঙ্গিদের মধ্যে বিশেষত জনবহুল এলাকাগুলোতে সংঘর্ষের কারণেই মূলত বেসামরিক লোকেরা নিহত বা আহত হয়েছেন।
আন্তর্জাতিক সংস্থাটি ২০০৯ সালে বেসামরিক নাগরিকের হতাহতের ব্যাপারে তথ্য সংগ্রহ শুরু করে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, নিহতদের মধ্যে তিন হাজার ৫শ’ শিশু রয়েছেন। এক বছরে শিশু মৃত্যুর এই হার ২৪ শতাংশ বেড়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আইএ