ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

আফগানিস্তানে ৬ রেডক্রস কর্মীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
আফগানিস্তানে ৬ রেডক্রস কর্মীকে গুলি করে হত্যা

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় জওজান প্রদেশে সন্দেহভাজন ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের গুলিতে মানব সেবাম‍ূলক সংস্থা রেড ক্রসের অন্তত ৬ কর্মী নিহত হয়েছেন। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) জওজানের কুশ টেপা এলাকায় তাদের গুলি করে মারা হয়। ওই ঘটনার পর দু’জন নিখোঁজও রয়েছেন।

প্রদেশের গভর্নরের কার্যালয় জানায়, সেবা কার্যক্রম চালানোর সময় ওই রেড ক্রস কর্মীদের গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

রেড ক্রস তাদের ৬ কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করলেও কারা তাদের হত্যা করেছে এ বিষয়ে কিছু জানায়নি।

আগে আফগানিস্তানে আল-কায়েদা গোষ্ঠীর সন্ত্রাসীরা এ ধরনের হামলা চালিয়ে এলেও এখন এজন্য অভিযুক্ত করা হয় আইএসকে। বুধবারের ঘটনার জন্যও আইএসের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।