ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

খেলা দেখতে না পেয়ে হুড়োহুড়ি, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
খেলা দেখতে না পেয়ে হুড়োহুড়ি, নিহত ১৭ ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি স্টেডিয়ামে পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আছেন আরও শতাধিক মানুষ।

আটলান্টিক মহাসাগরের তীর সংলগ্ন দেশটিতে স্থানীয় সময় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এই ঘটনা ঘটে। আসন সংখ্যা সীমিত হওয়ায় স্টেডিয়ামের সব দরজা বন্ধ করে দেওয়া হয়।

এতে প্রবেশমুখে হুড়োহুড়ির পরিস্থিতি সৃষ্টি হয়। মানুষ ঢুকতে না পেরে পদদলিত ছাড়াও কেউ আটকা পড়ে আবার কেউ দম বন্ধ হয়ে মারা যান; হাসপাতালে নেওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসকরা এ তথ্য জানান।

মূলত প্রথম শ্রেণির লিগ খেলা দেখতে এতো মানুষ জড়ো হন, ৮ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামের জন্য যা অনেক বেশি ছিল।

স্থানীয় হাসপাতালের পরিচালক আর্নেস্তো লুইস জানান, ঘটনার পরপরই ৭৬ জনকে আনা হয়, এর মধ্যে ১৭ জনের মৃত্যু হয় তাৎক্ষণিক। গুরুতর অবস্থায় চিকিৎসা নিচ্ছেন আরও পাঁচজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আয়োজক ফুটবল ক্লাব থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ট্রাজেডি দেশের ফুটবল ইতিহাসে একটি বড় ইতিহাস হয়ে রইবে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।