ঢাকা, মঙ্গলবার, ১১ আষাঢ় ১৪৩১, ২৫ জুন ২০২৪, ১৭ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

নিউ সাউথ ওয়েলসে দাবানল, সরানো হচ্ছে স্থানীয়দের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
নিউ সাউথ ওয়েলসে দাবানল, সরানো হচ্ছে স্থানীয়দের

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে।

আগুনের বিস্তার বনভূমি ছেড়ে লোকালয় ও রাস্তাঘাটে ছড়িয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়ভাবে সতর্কতা জারি হয়েছে।

কাজ শুরু করেছেন প্রায় দুই হাজার ফায়ার সার্ভিস কর্মী; যাদের বেশির ভাগই স্বেচ্ছাসেবী।
 
আগুন নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা জানিয়েছেন, রাজ্যের প্রায় ৯৭টি জায়গায় আগুন জ্বললেও এর মধ্যে ৩৭টি স্থানে তা ভয়াবহ মাত্রা ধারণ করেছে। এর মধ্যে আগুনে পুড়ে যাওয়ায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।