ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

একসঙ্গে ১০৪টি উপগ্রহ উৎক্ষেপণে ভারতের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
একসঙ্গে ১০৪টি উপগ্রহ উৎক্ষেপণে ভারতের রেকর্ড ছবি: সংগৃহীত

একসঙ্গে ১০৪টি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করে রেকর্ড গড়লো ভারত। দেশটির জন্য যা একটি বড় ইতিহাসই বটে।

স্থানীয় সময় বুধবার পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি-সি৩৭) রকেট উৎক্ষেপণ করে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। উৎক্ষেপিত হওয়ার পরেই ইসরো’র পক্ষ থেকে টুইট বার্তায় জানানো হয়, পিএসএলভি-সি৩৭/ কার্টোস্যাট-২ সিরিজ মিশন সফল হয়েছে।

এই প্রজেক্টের ডিরেক্টর বি জয়কুমার বলেন, আমাদের প্রত্যেকের জন্য চমৎকার এক মুহূর্ত এটি। আজ আমরা ইতিহাস সৃষ্টি করেছি।

পিএসএলভি-সি৩৭ নামে ৪৪.৪ মিটার লম্বা এবং ৩২০ টন ওজনের ভারতীয় রকেটটি বুধবার সকালে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে উপেক্ষা করে রওনা দেয় মহাকাশে। এই রকেটির সঙ্গে ছিল ১০৪টি উপগ্রহ। যার ওজন প্রায় দেড় হাজার কিলোগ্রামের বেশি।

একসঙ্গে ১০৪টি উপগ্রহ পাঠিয়ে রেকর্ড তৈরি করলো ইসরো। তবে ১০৪টির মধ্যে ১০১টি উপগ্রহ বিভিন্ন দেশের। ৯৬টি যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েল, কাজাখস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আরব আমিরাতের একটি করে উপগ্রহ ছিল ইসরোর এই মিশনে। এর আগে ২০১৪ সালে একসঙ্গে ৩৯টি উপগ্রহ পাঠিয়েছিল রাশিয়া।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।