ট্রাম্প দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদের দায়িত্ব নিতে প্রস্তাব করলে রবার্ট তা প্রত্যাখ্যান করে দেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানানো হয়।
জাতীয় নিরাপত্তার শীর্ষ পদ থেকে মাইকেল ফ্লেইনকে বহিষ্কার করার কয়েক দিন পরেই রবার্ট হারওয়ার্ড ট্রাম্পের প্রস্তাব নাকচ করে দিলেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের ডিপুটি কমান্ডার এবং নেভি সিল ছিলেন হারওয়ার্ড। তাই তাকে যোগ্য মনে করে ট্রাম্প জাতীয় নিরাপত্তার উপদেষ্টার দায়িত্ব নেওয়ার কথা বলেছেন। আর সে প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ার ফলে বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যেই পড়েছেন ট্রাম্প।
দায়িত্ব না নেওয়া প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে রবার্ট হারওয়ার্ড এক বিবৃতিতে বলেন, এ চাকরির জন্য সপ্তাহে ২৪ ঘণ্টা তৎপর থাকতে হবে। বর্তমানে আমি সে রকম তৎপর থাকতে সক্ষম নই। আমার চিন্তা ও প্রার্থনার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তা দেখাশোনা করা ভীষণ কষ্টদায়ক। ইশ্বর এই দেশ ও আমাদের মঙ্গল করুন।
বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
টিআই