ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগান জঙ্গি ঘাঁটিতে পাকিস্তানি অভিযান, দেশব্যাপী ধরপাকড়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আফগান জঙ্গি ঘাঁটিতে পাকিস্তানি অভিযান, দেশব্যাপী ধরপাকড় ছবি: সংগৃহীত

পাকিস্তানের সিন্ধু প্রদেশের সেহ্ওয়ান এলাকায় সুফি সাধক লাল শাহবাজ কলন্দরের মাজারে হামলার জেরে আফগানিস্তানের জঙ্গি ঘাঁটিতে অভি‌যান চালিয়েছে পাকিস্তান।

আফগান সীমান্তবর্তী জামাত-উল আহরারের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় পাকিস্তানি সেনারা।

ঘটনার পরপরই আফগানিস্তানকে ৭৬ জন জঙ্গির একটি তালিকা দেয় পাকিস্তান এবং তাদের ধরতে ব্যবস্থা নিতে বলা হয়।

কিন্তু এর মধ্যেই অভিযান চালিয়ে ফেলা হলো; যাতে কাবুল ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক তিক্ত হতে পারে বলে মনে করছেন অনেকে।

ইতোপূর্বে আফগানদের সঙ্গে দুটি সীমান্ত পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে, পাকিস্তানের পাঞ্জাবে গত ২৪ ঘণ্টায় ২০৫ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। যাদের বেশিরভাগই আফগান নাগরিক। রাজ্যে রাজ্যে বাড়ানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। তার আগে জঙ্গিবিরোধী অভিযানে শতাধিক জঙ্গি নিধন করেছে দেশটি।

অন্যদিকে, সিন্ধু পুলিশ রোববার (১৯ ফেব্রুয়ারি) মাজারে হামলাকারী এক সন্দেহভাজনের ক্লোজড সার্কিট (সিসি) ফুটেজ থেকে প্রাপ্ত ছবি প্রকাশ করেছে। তিনি নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সেখানে (মাজারে) ঢুকেছিলেন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিন্ধুর মাজারে হামলায় মোট ৮৮ জনের মৃত্যু হয়। দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস।

জঙ্গিবাদ দমনে পাকিস্তানকে আরও সহায়তার আশ্বাস চীনের

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।