ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অসদাচরণের দায়ে হংকংয়ের সাবেক নেতা স্যাংয়ের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
অসদাচরণের দায়ে হংকংয়ের সাবেক নেতা স্যাংয়ের কারাদণ্ড ডোনাল্ড স্যাং, ছবি: সংগৃহীত

অসদাচরণের দায়ে চীনের হংকংয়ের সাবেক নেতা ও প্রশাসনিক নির্বাহী প্রধান ডোনাল্ড স্যাংয়ের ২০ মাস কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

বড় ধরনের দুর্নীতি মামলায় বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে আদালতে হাজিরা দিলে ৭২ বছর বয়সী স্যাংকে এ দণ্ডাদেশ দেওয়া হয়। গত সপ্তাহে চীনের একটি পাবলিক অফিসের অসদাচরণের ঘটনা ঘটান তিনি।

ডোনাল্ড স্যাং ২০০৫ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সাত বছর দেশটির প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ নির্বাহী প্রধানের দায়িত্ব পালন করেন।

আদালতের জজ অ্যান্ডু চান বলেন, আমার বিচারিক জীবনে আমি কখনও এতো উচ্চ পর্যায়ের মানুষের এমন পতন দেখিনি।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।