শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আবাসিক ভবনগুলোতে যারা আটকা পড়েছিলেন তাদের উদ্ধার করা হয়েছে।
পুলিশ বলছে, ঘনবসতি এলাকা হওয়ায় এবং তীব্র ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে। আগুনের সূত্রপাত কিভাবে তা এখনও জানা যায়নি। দমকল কর্মীদের সুবিধার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। রবীন্দ্র সরণি এবং এমজি রোড বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৯টার দিকে আগুন ধরে যায়।
কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি ঘটনাস্থলে রয়েছেন। তিনি বলেন, আমরা সর্বাত্মক চেষ্টা করছি। আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তারা এখানে উপস্থিত রয়েছেন।
** কলকাতার পাইকারি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড
বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
এটি