ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সংকট মোকাবেলায় সিরিয়া যাচ্ছেন আরব লিগ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১১
সংকট মোকাবেলায় সিরিয়া যাচ্ছেন আরব লিগ প্রধান

কায়রো: সিরিয়ায় পাঁচ মাস ধরে চলা অচলাবস্থা নিরসনের লক্ষ্যে শান্তি পরিকল্পনা নিয়ে আরব লিগ  সংস্থা প্রধান নাবিল আল-আরব সিরিয়াতে যাচ্ছেন।

টেলিগ্রাফের খবরে বলা হয়, সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে নাবিল আল-আরব সরকার এবং বিক্ষোভকারীদের মধ্যে অচলাবস্থা মেটানোর উদ্যোগ হিসেবেই সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করবেন।



যদিও সিরিয়া এই সফরের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানায়, এটা আরব লিগ চার্টার এবং যৌথ আরব কর্ম পরিকল্পনার সুস্পস্ট লঙ্গন।

আসাদের উপর চাপ প্রয়োগ করার উদ্দেশ্য নিয়েই ২২ সদস্য বিশিষ্ট আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা কায়রোতে মিলিত হয়েছেন।  

আন্তর্জাতিক চাপ এবং নিন্দা সত্ত্বেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ  কয়েক মাস ধরে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন নিপীড়ন অব্যাহত রেখেছেন। বিক্ষোভকারীদের দমাতে আসাদ ট্যাঙ্ক, গুপ্তঘাতক এবং বোমা হামলা চালিয়ে যাচ্ছেন।  

জাতিসংঘের এক হিসাব মতে সিরিয়াতে মার্চ থেকে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই হাজার দুইশোরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা,আগস্ট ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।