ত্রিপোলি: লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির স্ত্রী এবং তিন সন্তান আলজেরিয়াতে অবস্থান করছেন। গাদ্দাফির স্ত্রী সাফিয়া, মেয়ে আয়েশা এবং পুত্র মুহাম্মদ ও হানিবল সোমবার সকালে আলজেরিয়া পৌঁছেছেন বলে জানিয়েছে আলজেরিয়ার পরাষ্ট্রমন্ত্রণালয় কর্তৃপক্ষ।
আলজেরিয়ার জাতিসংঘ দূত বলেন, তাদেরকে মানবতার খাতিরে আশ্রয় দেওয়া হয়েছে।
গাদ্দাফির পরিবারের সন্ধান পাওয়া গেলেও এখন পর্যন্ত জানা যায়নি যে গাদ্দাফি ঠিক কোথায় আছেন।
এদিকে বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হচ্ছে, গাদ্দাফির অনেক সৈন্যই গাদ্দাফির পক্ষে যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়ে আত্মসমর্পণ করছে। বাকী যারা এখনও অস্ত্র সমর্পণ করেনি তাদেরকে কোনঠাসা করতে জোর চেষ্টা চলছে। অপরদিকে গাদ্দাফির জন্ম শহর সিরতে গাদ্দাফির অনুগতদের কোনঠাসা করে ফেলার দাবিও করে বিদ্রোহীরা।
গাদ্দাফির স্ত্রী-সন্তানরা আলজেরিয়াতে পৌঁছানোর পর আলজেরিয়া প্রশাসন এই তথ্য জাতিসংঘ এবং লিবীয় বিদ্রোহীদের জানায়। এ সম্পর্কিত এ বিবৃতিতে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, তারা সোমবার স্থানীয় সময় সকাল পৌঁনে নয়টার দিকে লিবিয়া-আলজেরিয়ার সীমান্ত অতিক্রম করে আলজেরিয়াতে প্রবেশ করেছে।
লিবিয়ার বিদ্রোহীরা ইতোমধ্যে গাদ্দাফি যুগের চারটি গণকবরের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১