ওয়াশিংটন: আল কায়েদার মূলঘাটি পাকিস্তানে বলে দাবি করেছে পেন্টাগন। আল কায়েদার সাবেক প্রদান ওসামা বিন লাদেন ও তার সেকেন্ড ইন কমান্ড আতিয়া আবদ্ আল-রহমান মারা যাওয়ার পরেও তাদের মূলঘাটি পাকিস্তানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ।
ক্যামেরা বন্ধ অবস্থায় করা পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে পেন্টাগন মুখপাত্র জর্জ লিটল বলেন, পাকিস্তানেই আল কায়েদার মূল নার্ভ সেন্টার এটা পরিষ্কার। সম্প্রতি তারা বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে। আল কায়েদা আরব বিশ্বের জন্যও দুশ্চিন্তার বিষয়। ’
তিনি আরও বলেন, আমি মনে করি প্রতিরক্ষা মন্ত্রণালয় আর কায়েদা এবং তাদের মিত্রদের চাপে রাখার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। যদিও আতিয়া আবদ্ আল রহমানের মৃত্যুর মধ্য দিয়ে প্রশান করে যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ক্রমেই সফলতা পাচ্ছি। যুক্তরাষ্ট্র এবং বিশ্বকে বাঁচাতে হলে এখনই আল কায়েদার মোকাবেলা করতে হবে বলেও তিনি বলেন।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১