ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আমাদেরও একজন আন্না দরকার: পাকিস্তানি মিডিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১
আমাদেরও একজন আন্না দরকার: পাকিস্তানি মিডিয়া

ইসলামাবাদ: দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য পাকিস্তানেরও আন্নার মতো একজন দরকার। সোমবার ভারতের গান্ধীবাদী অনশনকারী আন্না হাজারেকে ‘নির্ভীক লড়াকু’ বলে অভিহিত করে পাকিস্তানের গণমাধ্যমগুলো।



পাকিস্তানের উর্দু সংবাদপত্র ডেইলি জংয়ের এডিটোরিয়ালে বলা হয়, ‘দুর্নীতি পাকিস্তানের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। দেশটির রাজনৈতিক দলগুলো এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে না বরংচ জড়িয়ে ফেলেছে নিজেদের। এখানেও আন্না হাজারের মতো কাউকে দরকার। যিনি জনগণকে সঙ্গে নিয়ে দুর্নীতি নামক মহামারীর বিরুদ্ধে লড়াই করবেন। ’
 
ওই সংবাদপত্রে আরও বলা হয়, ‘আন্নার করা মাত্র ১২ দিনের অনশনে ভারত সরকার দাবি মেনে নিতে বাধ্য হয়েছে। ভারতীয় পার্লামেন্ট জন লোকপাল বিল তৈরিতে সম্মত হয়েছে এবং হাজারের প্রধান তিনটি দাবি মেনে নিয়েছে। ’

‘ভারতের সরকার এবং বেসরকারি উভয় খাতই দুর্নীতিগ্রস্থ। যার কারণে সাধারণ মানুষদের ভেতর দীর্ঘদিন ধরেই প্রতিবাদ ফুসে উঠছিল। কিন্তু সমাজ কর্মীরা কিছুই করতে পারেনি দুর্নীতি বন্ধে যা কিনা এক আন্না হাজারে অনেকে সঙ্গে নিয়ে করতে পারলো। ’

ভারতের এই দৃষ্টান্ত দেখে পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বের উচিত শিক্ষা গ্রহন করা। যেসকল দেশ দুর্নীতিগ্রস্থ তাদেরও শিক্ষা নেওয়ার সময় এসেছে বলেও সংবাদপত্রটির এডিটোরিয়ালে ছাপা হয়।

পাকিস্তানের দুর্নীতিকে সতর্কবানী উচ্চারণ করে ওই এডিটোরিয়ালে আরও বলা হয়, ‘ভারতের পার্লামেন্ট জনগণের অনুভূতি বুঝতে সক্ষম হয়েছে। জনগণের আশা আকাঙ্খাকে সমর্থণ দিতেই তারা জন লোকপাল বিল পাশ করেছে। পাকিস্তানের এমন একটাও সরকারি সেক্টর পাওয়া যাবে কিনা যথেষ্ট সন্দেহ আছে যা দুর্নীতি মুক্ত। সর্বস্তরেই ছড়িয়ে পড়েছে দুর্নীতি। দুর্নীতি বন্ধে অসচেতনতাই প্রমাণ করে যে পাকিস্তানের ধণিক শ্রেণী কি পরিমান দুর্নীতির সঙ্গে জড়িত। জনগণ এই দুর্নীতি দীর্ঘদিন ধরেই সহ্য করে আসছে। ’

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।