দামেস্ক: সিরিয়াতে ঈদের দিনেও বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে সিরীয় সরকারি বাহিনী। সকাল বেলা ঈদের নামায পরে বেরুবার পরপরই হামলা চালায় তারা এবং হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে বলে বিক্ষোভকারীদের পক্ষ হতে জানানো হয়েছে।
সিরিয়ার রাজধানী দামেস্কে ঈদের নামাজের পর কয়েক হাজার মানুষ সরকার বিরোধী বিক্ষোভ প্রদর্শণ করলে এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা জানায়, শহরের বিভিন্ন জায়গায় সরকারি বাহিনী গুলি চালিয়েছে। মূলত দক্ষিণের নিউ দেরা এলাকাতে ব্যাপক হামলা চালায় সরকারি বাহিনী। হোমসে সরকারি বাহিনীর হাতে একজন নিহত হয়েছে। এই হামলায় অনেকেই আহত হয়েছেন।
রাজধানী দামেস্কের একটি মসজিদে ঈদের নামাজ পড়েন প্রেসিডেন্ট আসাদ। এরপর তিনি তার অনুগতদের সঙ্গে কফি এবং কেক খাচ্ছেন এমন ভিডিও চিত্র সম্প্রচার করা হয় সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন থেকে। কিন্তু অনতিদুরেই তখন হাজারো জনতা বাশারের পতন দাবি করে বিক্ষোভ মিছিল করছিলো।
দেশটির বিভিন্ন অংশের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় আছে এবং সরকারি নিরাপত্তা বাহিনী রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১