ত্রিপোলি: লিবিয়ার পার্শ্ববর্তী দেশ আলজেরিয়ার কাছে গাদ্দাফির পরিবারকে ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়েছে জাতীয় অর্ন্তবর্তী পরিষদ(এনটিসি)।
আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় জানায়, গতকাল সকালে গাদ্দাফির স্ত্রী সাফিয়া, কন্যা আয়েশা, দুই পুত্র মুহাম্মদ ও হানিবল সীমান্ত অতিক্রম করে আলজেরিয়াতে প্রবেশ করেছে।
জাতীয় অর্ন্তবর্তী পরিষদ গাদ্দাফির পলাতক পরিবারকে চায় বলে জানান এনটিসির একজন মুখপাত্র।
বিদ্রোহীদের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, গাদ্দাফির ছেলে খামিশ ত্রিপোলির বাইরে মারা গেছেন। বিমান হতে নিক্ষেপিত ক্ষেপনাস্ত্র হামলায় তিনি মারা গেছেন।
যদিও খামিশের মৃত্যু সংবাদ এখনও গাদ্দাফি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইতোমধ্যে বিদ্রোহীরা গাদ্দাফির জন্মশহর সিরতের পূর্ব এবং পশ্চিম দিকে দিয়ে ঢুকে পড়েছে। গাদ্দাফির অনুগতদের সঙ্গে আলোচনা চললেও প্রতিরোধ-লড়াই অব্যাহত আছে সিরতে।
রাজধানী ত্রিপোলি দখল করার পর থেকেই লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি কোথায় আছেন তা এখনও জানা যায়নি।
বিদ্রোহীদের মুখপাত্র মাহমুদ শাহমান একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, লিবীয় জনগণের ওপর অত্যাচার করার কারণে আমরা তাদের বিচারের মুখোমুখি দাড় করাতে চাই। কেউ যাতে গাদ্দাফি এবং তার পুত্রদের আশ্রয় না দেয় সে ব্যাপারে সতর্ক করে দিচ্ছি আমরা। আমরা তাদের পেছনে লেগে আছি। তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করবো আমরা। ’
তিনি আরও বলেন, আমরা শুনেছি যে, গাদ্দাফির পরিবার অন্যত্র চলে না যাওয়া পর্যন্ত তাদের আশ্রয় দেবে আলজেরিয়া। তারা সম্ভবত পূর্ব ইউরোপের কোনো দেশে চলে যেতে চাইছে।
এনটিসির চেয়ারম্যান আবদেল জলিল আলজেরিয়ার সরকারের প্রতি গাদ্দাফির পরিবারকে হস্তান্তর করার আহবান জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১