ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভক্তদের ‘ঈদ মোবারক’ জানালেন কিম কারদাশিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১
ভক্তদের ‘ঈদ মোবারক’ জানালেন কিম কারদাশিন

লন্ডন: ঈদের আনন্দ সার্বজনীন। সেই সার্বজনীন আনন্দকে আরও একটু রাঙিয়ে দিতেই যেন নিজ ভক্তদের ঈদের শুভেচ্ছা জানালেন বলিউড মডেল তারকা কিম কারদাশিন।

শুধু কিমই নয় হলিউডের অনেক নামী তারকা ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অগনিত ভক্তদের।

কিম তার নিজের এক ব্লগে লেখেন, ‘বিশ্বব্যাপী আমার বন্ধুদের জন্য ‘ঈদ মোবারক’। অক্টোবরে দুবাইয়ে কনসার্টে যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে আমি তার জন্য অপেক্ষা করতে পারছিনা। ’

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারেও তিনি লেখেন, ‘যারা ঈদ উদযাপন করছেন তাদের প্রতি আমার শুভ কামনা থাকলো। আশা করি দিনটি ভালো কাটবে, ইনশাল্লাহ। ’

ভারতে ফিরে বলিউড তারকা শাহরুখ খানও ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে। শাহরুখ খানের স্ত্রী গৌরী হিন্দু। শাহরুখ খানের এক ছেলে, এক মেয়ে। শাহরুখ-গৌরির পরিবারে দুই ধর্মই পালন করা হয় সমান তালে।

বলিউড তারকা শাবানা আজমি, তার স্বামী গীতিকার জাভেদ আকতার, আমির খান, সালমান খান, সাইফ আলী খান, সোহা আলী খান, প্রমুখ তারকাও ঘটা করে ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।

বলিউডে যে শুধু ঈদ উদযাপিত হয় তাই নয়।   এখানে ঘটা করে হলি, দিওয়ালি, ক্রিস্টমাস ডে, সবই উদযাপিত হয় নানান ঢংয়ে।

এই যেমন সালমান খানের কথাই ধরা যায়। সালমান খানের এক মা হিন্দু। তার নাম সুশীলা। তিনি এখনও স্বাধীনভাবে পূজা করে থাকেন। তার আরেক মা হেলেন তিনি খ্রিস্টান। তিনিও তার ধর্মীয় আচরণ পালন করেন।   সুতরাং, সালমান খানের পরিবারে ঈদ, পূজা, বড়দিন সবই উদযাপিত হয় ঘটা করে।

সাইফ-সোহা আলী খানের মা শর্মিলা ঠাকুর, ঠাকুর পরিবারের মেয়ে। সাইফ খানদের পরিবারে পূজা, ঈদের সমান কদর। ঋত্বিক রোশনের স্ত্রী সুজান খান ধর্মে মুসলিম।   ঋত্বিকের পরিবারেও পালন করা হয় ঈদ।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।