ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সামরিক খাতে ৭ শতাংশ ব্যয় বাড়াচ্ছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, মার্চ ৪, ২০১৭
সামরিক খাতে ৭ শতাংশ ব্যয় বাড়াচ্ছে চীন সামরিক খাতে ৭ শতাংশ ব্যয় বাড়াচ্ছে চীন

দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে সামরিক খাতে সাত শতংশ ব্যয় বাড়াচ্ছে চীন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের প্রতিরক্ষা খাতের রূপরেখা তৈরির কয়েক দিন যেতে না যেতেই চীন এ ঘোষণা দিলো।

শনিবার (৪ মার্চ) বিবিসি এ খবর জানায়। বেইজিংয়ে বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসের (আইন সভা) বৈঠক সামনে রেখে সামরিক খাতে এ ব্যয় বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

সাম্প্রতিক বছরগুলোতে চীন সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী করতে অর্থ ব্যয় করে আসছে। যদিও দেশটির প্রতিরক্ষা বাজেট যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বাজেটের চেয়ে কম।

পরপর দ্বিতীয় বছরের মতো চীনের সামরিক খাতে ব্যয় বাড়ছে। তবে তা দুই দশকে ডাবল ডিজিট বা ১০ শতাংশের ওপরে উন্নীত হতে পারেনি।

২০১৭ সালে চীনের পরিকল্পিত জিডিপি’র (মোট দেশজ উৎপাদন) ১ দশমিক ৩ শতাংশ সামরিক খাতে ব্যয় করা হবে জানান সরকারের মুখপাত্র ফু ইং।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।