ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ওবামার নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহকারী চার ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১১
ওবামার নির্বাচনী প্রচারণার তহবিল সংগ্রহকারী চার ভারতীয়

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দ্বিতীয় মেয়াদের নির্বাচনী প্রচারণা চালানোর লক্ষ্যে যে তহবিল সংগ্রহ হচ্ছে তার মধ্যে শীর্ষ চারজন হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান।

এই চারজন হলেন- অজিতা রাজি, শেফালি রাজদান ডুল, দেবেন পারেক এবং কবিতা তাংখা।

এরা প্রত্যেকেই এক মিলিয়ন ডলার করে সংগ্রহ করেছেন ওবামার।  

ক্যালির্ফোনিয়া ভিত্তিক বিনিয়োগকারী অজিতা রাজি নিজেই দিয়েছেন কমপক্ষে অর্ধ মিলিয়ন ডলার।   তিনি গণতান্ত্রিক জাতীয় কমিটির এবং জাতীয় উপদেষ্টা পরিষদের একজন সদস্য। দেবেন পারেক দিয়েছেন দুই লাখ ডলার থেকে পাঁচ লাখ ডলারের মধ্যে।

দেবেন পারেক নিউইর্য়কে থাকেন। পারেক মার্কিন এক্সপোর্ট- ইমপোর্ট ব্যাংকের উপদেষ্টা বোর্ড এবং ফেডারেল কমিউনিকেশনস কমিশনের কারিগরি  উপদেষ্টা বোর্ডের সদস্য। এছাড়াও তিনি আসপেন ইনস্টিটিউটের হেনরি ক্রাউন ফেলো।

শেফালি রাজদান ডু¹াল এবং কবিতা তাংখা দুজনেই ক্যালিফোর্নিয়ায় থাকেন। তারা ৫০ হাজার মার্কিন ডলার থেকে এক লাখ ডলার সংগ্রহ করেছেন।

শেফালি রাজদান ডু¹াল প্রেসিডেন্ট বারাক ওবামার রাজনৈতিক সহযোগী, প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১২ সালের পুন-নির্বাচন প্রচারণার জাতীয় আর্থিক কমিটির এবং ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলীয় ২০১২ সালের প্রেসিডেন্ট পুন-নির্বাচন প্রচারণার জাতীয় আর্থিক কমিটির একজন সদস্য।

তিনি এশিয়ান-আমেরিকান লিডারশিপ কাউন্সিলের জাতীয় ডেমোক্রাটিক কমিটিরও একজন সদস্য। তাংখা ভারতে জন্মগ্রহণ করেন। ক্যালিফোর্নিয়ায় থাকার আগে তিনি শিকাগোর ছিনছিনাটি, নিউইয়র্ক এবং বোস্টনে থাকতেন।

ওপেনসিক্রেটস অর্গ নামের একটি ওয়েব সাইট জানায়, সংগৃহীত তহবিল ৮৬ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ৩৫ মিলিয়ন ডলার দিয়েছে ২৪৪ জন ব্যক্তি।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা,আগস্ট ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।