ত্রিপোলি: গাদ্দাফির পুত্র সাদি গাদ্দাফি বিদ্রোহীদের জাতীয় অর্ন্তবর্তী পরিষদের(এনটিসি) কাছে আত্মসমর্পণ করতে প্রস্তুত। এনটিসি মুখপাত্র আবদেল হাকিম বেলহাজ একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আবদেল হাকিম বেলহাজ বলেন, গাদ্দাফির তৃতীয় সন্তান সাদি গাদ্দাফি আমার সাথে যোগাযোগ করেছে এবং সে আত্মসমর্পণ করতে পারে বলে জানিয়েছে।
ওই আন্তর্জাতিক গণমাধ্যমটির সঙ্গে এক সাক্ষাতকারে বেলহাজ আরও বলেন, গাদ্দাফি প্রশাসনের কিছু কর্মকর্তা কোথায় আছেন তা আমরা ঠিকই জানি। এমনকি গাদ্দাফি কোথায় আছেন তাও আমরা মোটামুটি জানি।
এরআগে এনটিসির উচ্চপদস্থ কর্মকর্তা আলী তারহুনি বলেন, গাদ্দাফি এখন পালাচ্ছে। আমাদের খুব ভালো করেই ধারনা আছে যে তিনি কোথায় যেতে পারেন।
আন্তর্জাতিক গণমাধ্যমটির এক সংবাদকর্মী বেলহাজকে বিদ্রোহীদের সামরিক অবস্থা, গাদ্দাফির পরিবারের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, গাদ্দাফির এক ছেলে আত্মসমর্পণের জন্য প্রস্তুতি নিচ্ছে।
বেলহাজের মতে, সাদি গাদ্দাফি লিবিয়া ছাড়তে চাচ্ছেন না এবং এনটিসির সঙ্গে আলোচনার মাধ্যমে আত্মসমর্পণ করার প্রস্তুতি নিচ্ছে।
বেলহাজ আরও বলেন, যদি সে আত্মসমর্পণ করে তাহলে তার সঙ্গে উপযুক্ত আচরণই করা হবে। আন্তর্জাতিক বিধি মোতাবেকই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১১