দামেস্ক: সিরিয়ার আসাদ সরকারের ডিটেনশন সেন্টারে অন্তত ৮৮ জন মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। গত পাঁচ মাস ধরেই এ হত্যাকা- চলছে বলেও দাবি তাদের।
অ্যামেনেস্টির করা এক রিপোর্টে বলা হয়, মৃতদের মধ্যে ১০জন শিশুও আছে। এদেরকে পিটিয়ে, পুড়িয়ে, বৈদ্যুতিক শক এবং অন্যান্য নির্মম উপায়ে হত্যা করা হয়েছে।
অ্যামেনেস্টির বিশ্বাস, মৃতদের সবাই সরকার বিরোধী বিক্ষোভে অংশগ্রহন কারী সদস্য।
বর্হিবিশ্বের সাংবাদিকরা সিরিয়াতে অবাঞ্চিত বিধায় ঠিক কি পরিমান মানুষ সরকার বিরোধী আন্দোলনে মারা গেছে তা জানা যায়নি।
সিরিয়ার দক্ষিণের শহর দেরাতে একটি গণকবর অবিস্কৃত হওয়ার পরপরই অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল এই রিপোর্ট প্রকাশ করলো।
সিরিয়ার প্রশ্নে অ্যামেনেস্টির গবেষক নেইল স্যামন্ডস বলেন, সিরিয়ার রাস্তায় রাস্তায় যে নৃশংসতা আমরা প্রত্যক্ষ করেছি তা বর্ননাতীত। তারই নমুনা হলো ওই গণকবর। অন্তত তিন হাজার মানুষ এখনও ডিটেনশনে আছে। আর গত মাসগুলোতে প্রায় ১২-১৫ হাজার মানুষকে নির্যাতন সেলে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কত বছর ধরে এই নির্যাতন চলছে তা আমরা জানিনা তবে আন্দাজ করা যায় যে সিরিয়াবাসীর ভাগ্য খুব একটা ভালো ছিল না।
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে যে শহরটিতে প্রথম বিক্ষোভ শুরু হয় সেটি হলো দেরা। এর প্রেক্ষিতে আসাদ প্রশাসন দেরাতে ব্যাপক হত্যাকা- চালায়। কয়েক ডজন মানুষ মারা গেছে এই সরকারি অভিযানে এবং অনেককেই গ্রেপ্তার করা হয়।
অ্যামেনেস্টির ওই রিপোর্টে আরও বলা হয়, নির্যাতনে মারা যাওয়া মানুষদের মধ্যে বেশিরভাগই শিশু।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১১