কোয়েটা: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কোয়েটায় এক গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১১জন নিহত হয়েছেন। কোয়েটা পুলিশ কর্তৃপক্ষ এ বোমা হামলার সত্যতা নিশ্চিত করেছে।
কোয়েটার পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হাশিম একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, বুধবার কোয়েটার এক মসজিদের সামনে এই বোমা হামলার ঘটনা ঘটে। এসময় মসজিদ থেকে ঈদের নামাজ আদায় করে মানুষ বাসায় ফিরছিল।
কোয়েটা পুলিশ প্রধান আহসান মেহেবুব বলেন, বোমা নিস্কৃয়কারী দল তদন্ত সাপেক্ষে নিশ্চিত হয়েছে যে বোমাটি ছিল একটি গাড়িবোমা। এটা একটা আত্মঘাতী হামলা। হামলায় ১১ জন মারা গেছে এবং অনেকেই আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, গাড়িটি থেকে ছিন্নভিন্ন একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দেখে বুঝা যাচ্ছে যে বোমাটি লাশের গায়ে বাধা ছিলো না। তবে গাড়ির কোনো এক অংশে বোমাটি লুকানো ছিল।
প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ি বোমাটি একটি গাড়ি পার্কিংয়ে বিস্ফোরিত হয়। এসময় পার্কিংয়ে থাকা অন্য গাড়িগুলোতেও আগুন লেগে যায়। বোমাহামলায় মৃতদের মধ্যে দুইজন নারী এবং একজন সাত বছরের বাচ্চাও ছিলো।
বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১১