ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভ্রমণ নিষেধাজ্ঞায় নতুন নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
ভ্রমণ নিষেধাজ্ঞায় নতুন নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর ডোনাল্ড ট্রাম্প,ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা সংক্রান্ত নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে বিবিসি এ খবর জানায়।

এবার ছয় মুসিলম প্রধান দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশে বা ভ্রমণে প্রথমবার সাত মুসলিম প্রধান দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চরম হোঁচট খেয়েছেন দেশটির ট্রাম্প।

গোটা বিশ্বের দাবি মুখে ট্রাম্পের সেই নিষেধাজ্ঞার ওপর পরে স্থগিতাদেশ জারি করেন দেশটির আদালত। তারপর থেকে ট্রাম্প উঠে পড়ে লাগেন নতুন সংশোধিত ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের।

অবশেষে ইরাককে বাদ দিয়ে ছয়টি দেশ- সিরিয়া, ইরান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী ১৬ মার্চ থেকে এ নতুন নিষেধাজ্ঞা কার্যকরের কথা রয়েছে।

** ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা অধ্যাদেশ জারি হচ্ছে রাতে

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।