ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিদ্রোহীদের আলটিমেটাম প্রত্যাখ্যান গাদ্দাফির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১১
বিদ্রোহীদের আলটিমেটাম প্রত্যাখ্যান গাদ্দাফির

ত্রিপোলি: বিদ্রোহীদের দেওয়া আত্মসমর্পণের আলটিমেটাম প্রত্যাখ্যান করেছেন লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি। গাদ্দাফির এক মুখপাত্র মুসা ইব্রাহিম গাদ্দাফির হয়ে এ তথ্য জানান।



মুসা ইব্রাহিম জানান, কোনো মর্যাদাসম্পন্ন জাতি স্বশস্ত্র একদল গুন্ডার দেওয়া আলটিমেটাম গ্রহণ করবে না। এনটিসির সঙ্গে আলোচনার সকল রাস্তা বন্ধ হয়ে গেছে। গাদ্দাফিপুত্র সাদ তাদের সঙ্গে কোনো আলোচনায় যাবে না।

কর্ণেল মুয়াম্মার গাদ্দাফি কোথায় আছেন তা এখনও অজানা তবে জাতীয় আর্ন্তবর্তী পরিষদ দাবি করছে যে তারা গাদ্দাফির খুব কাছাকাছি চলে এসেছেন।

গাদ্দাফির সন্তান খামিশের সাবেক দেহরক্ষী একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান যে গাদ্দাফি শাবহা শহরের দিকে যাচ্ছেন। গাদ্দাফিকে গত শুক্রবার তিনি ত্রিপোলির খামিশ কম্পাউন্ডে দেখেছেন বলেও তিনি দাবি করেন।
 
গাদ্দাফি একটি কনভয়ে করে ত্রিপোলি থেকে লিবিয়ার দক্ষিণে রওনা হয়েছেন বলেও জানায় ১৭ বছর বয়সী আবদু সালাম আতাহার নামের ওই দেহরক্ষী।

এছাড়া তিনি আরও জানান, গাদ্দাফির ছেলে খামিশ ন্যাটোর বিমান হামলায় মারা গেছে। বিমান হামলার সময় খামিশ তার সাজোয়া গাড়িতে ছিলেন।

এনটিসির সামরিক মুখপাত্র আহমেদ বানি বলেন, গাদ্দাফির গতিবিধি সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তাকে ধরতে চারপাশেই জাল ফেলা হয়েছে। আজ হোক কাল হোক তাকে ধরা পরতেই হবে।

এদিকে সিরতে গাদ্দাফি অনুগত বাহিনীর সঙ্গে এনটিসির আলোচনা চলছে বিধায় সেখানে বিদ্রোহীরা অভিযান পরিচালনা আপাত বন্ধ রেখেছে। কিন্তু সবকিছু অগ্রাহ্য করে ন্যাটো বাহিনী অবিরত বোমাবর্ষণ করেই যাচ্ছে লিবিয়ার বিভিন্ন স্থানে।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।