মস্কো: লিবিয়ার বিদ্রোহী সরকারকে আনুষ্ঠনিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়, লিবিয়ার জাতীয় অর্ন্তবর্তী পরিষদ (এনটিসি) লিবিয়ার বৈধ প্রশাসন। সাধারণ নির্বাচনের ভেতর দিয়ে সরকার গঠনে এবং সংবিধান পরিবর্তনে তারা ভূমিকা পালন করতে পারবে।
রাশিয়া ১৯৫৫ সালের ৪ সেপ্টেম্বর থেকেই লিবিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। যে সরকারই লিবিয়ার ক্শতায় আসুক তা আমাদের সম্পর্কে চির ধরাবে না বলেও ওই বিবৃতিতে জানানো হয়।
এনটিসিকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ স্বীকৃতি দেওয়ার পরই রাশিয়া স্বীকৃতি দিলো। একই দিনে ‘লিবিয়ার বন্ধু’ শিরোনামে ফ্রান্সের রাজধানী প্যারিসে লিবিয়ার ভবিষ্যত প্রশ্নে পশ্চিমা নেতারা মিলিত হচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১১