ইবাদান: নাইজেরিয়ায় বন্যায় অন্তত ১০২ জন মানুষ মারা গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমের শহর ইবাদানে বন্যায় এই সংখ্যক মানুষ মারা গেছে বলে নাইজেরিয়ার রেডক্রস কর্তৃপক্ষ জানায়।
গত শুক্রবার থেকেই দেশটিতে ভারি বর্ষণের সূত্রপাত হয়। ভারি বর্ষণে অন্তত তিনটি ব্রিজ এবং কয়েকটি বাধ ক্ষতিগ্রস্থ হয়। শহরটির অনেকগুলো ভবনও ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে।
নিহতদের বেশিরভাগই শিশু। বন্যার পানির তোড়ে টিকতে না পেরে অনেকেই ভেসে গেছে বলেও জানায় রেডক্রস।
অনেক বাড়িই বন্যার পানির তোড়ে ভেসে গেছে এবং অনেকেই ক্ষতিগ্রস্থ বাড়ির মধ্যে আটকা পড়ে আছে বলে জানান রেডক্রস কর্মকর্তা উমর মারগা।
ভারি বর্ষণ ও বন্যা নাইজেরিয়ায় খুবই সাধারণ ব্যপার। কিন্তু দেশটির আবহাওয়াবিদরা বলছেন, গত বছর গুলোর সকল রেকর্ড ভঙ্গ করে এবছর অনেক বেশি বর্ষণ এবং বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। গতবছর নাইজেরিয়াতে বন্যায় প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। এবারও এখন পর্যন্ত দুই হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১১