ইমফাল: টানা ১২ দিন আনশন করে ভারত পার্লামেন্টকে জন লোকপাল বিল পাশে রাজি করাতে পেরেছেন গান্ধীবাদী নেতা আন্না হাজারে। যখন সারা ভারত জুরেই আন্নার জয়জয়কার তখন ভারতের মনিরাপুরের আরেক অনশনকারী ইরোম শর্মিলার ক্ষীণ কন্ঠস্বর দিয়ে বের হয়ে আসলো যে আন্নার আন্দোলন কৃত্রিম।
মনিপুরবাসী ইরোম শর্মা ১১ বছর ধরে অনশন করে যাচ্ছেন। দিন হিসেবে আজ পর্যন্ত তিনহাজার ৭৬৩ অনশন দিবস পার করছেন তিনি। তাকে মনিপুরের ‘লৌহমানবী’ নামেও ডাকা হয়। ২০০০ সালের ২ নভেম্বর আসামের ইমফল বিমান বন্দরের নিকটবর্তী মালম গ্রামে সামরিক বাহিনীর হাতে দশ ব্যক্তি নিহত হয়। এই ঘটনার তিনদিন পর থেকেই বিতর্কিত আর্মড ফোর্সেস (বিশেষ ক্ষমতা) আইন বাতিল করার জন্য তিনি দীর্ঘদিন ধরেই অনশন করছেন। এই আইনের বলে স্বশস্ত্র বাহিনী খুব সহজেই বেসামরিক নাগরিকের ওপর গুলি চালাতে পারে। এজন্য স্বশস্ত্র বাহিনীকে কারও কাছে জবাব দিতে হয় না।
দুর্নীতির বিরুদ্ধে আন্নার করা অনশনের সময় টিম আন্না শর্মিলাকে দিল্লির রামলীলা ময়দানে ডেকেছিল। কিন্তু শারীরিক অসুস্থতা এবং পুলিশী হেফাজতে থাকার কারণে তিনি অনশনে যোগ দিতে পারেননি। তবে লিখিতভাবে আন্নার আন্দোলনের প্রতি সমর্থণ জানিয়েছিলেন তিনি।
ভারতীয় একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে দেওয়া এক সাক্ষাতকারে সম্প্রতি শর্মিলার কন্ঠে উঠে এসেছে আন্নার আন্দোলনের প্রতি তীব্র সমালোচনা। ওই সাক্ষাতকারে তিনি বলেন, আন্না হাজারের আন্দোলন একপ্রকার কৃত্রিম আন্দোলন। আমরা কিভবে দুর্নীতিকে সমূলে উৎপাটন করবো? যদি আমার ক্ষেত্রেই বলা হয় তাহলে বলবো, আমি একজন সাধারণ নারী যিনি সমাজের পুনর্গঠন চায়। সামাজিক কর্মী অথবা সমাজসেবক সম্পর্কে আমার কোনো ধারনাই নেই।
এদিকে ধারনা করা হচ্ছে যে, আন্না হাজারে ইরোম শর্মিলার সঙ্গে দেখা করতে ইমফলে আসবেন। আর সেই সংবাদে হতাশা প্রকাশ করে ইরোম শর্মিলা আরও বলেন, বর্ষীয়াণ গান্ধীবাদী আন্না হাজারের সঙ্গে বসতে আমার কোনো আপত্তি নেই। তিনি আসলে আমি তাকে স্বাগত জানাবো।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ব্যাপারেও হতাশা প্রকাশ করে তিনি বলেন, মনমোহন সিং আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট (এএফএসপিএ) সংশোধন করতে পারেননি। আমি তার নেতৃত্ব পছন্দ করি না। তিনি তার প্রতিশ্রতি রক্ষা করতে পারেননি, এটা তার জন্য একটা লজ্জা। মনমোহন সিং ২০০৪ সালে ওই প্রতিশ্রতি করেছিলেন।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১১