ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আবারও গ্রিন স্কয়ারে দাড়াবো আমরা: সাঈফ গাদ্দাফি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১১
আবারও গ্রিন স্কয়ারে দাড়াবো আমরা: সাঈফ গাদ্দাফি

ত্রিপোলি: বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন মুয়াম্মার গাদ্দফিপুত্র সাঈফ আল-ইসলাম।

ত্রিপোলির শহরতলীতে তিনি অবস্থান করছেন এবং সেখান থেকেই তিনি বলছেন বলেও জানান সাঈফ।



ত্রিপোলির স্থানীয় রেডিও আল-রাইয়ে এক অডিও বার্তায় তিনি আরও বলেন, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে লড়াই চলছে এবং বিজয় আসন্ন।
 
এদিকে লিবিয়ার ভবিষ্যত প্রশ্নে পশ্চিমা নেতারা ফ্রান্সের রাজধানী প্যারিসে মিলিত হয়েছেন। পশ্চিমা নেতাদের মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও রয়েছেন। প্রায় ৬০ টি দেশের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন এ ভাগ্য নির্ধারনী সভায়।

এনটিসি জাতিসংঘের কাছে তিন লাখ দশ হাজার ডলার জব্দকৃত অর্থ মুক্ত করে দেওয়ার আবেদন জানিয়েছে। বুধবার ব্রিটেন এক হাজার ৪০০ লিবীয় দিনার পৌঁছে দিয়েছে এনটিসি বরাবর।
 
কয়েকদিন আগেই গাদ্দাফি মুখপাত্র মুসা ইব্রাহিম ঘোষণা দিয়েছিলেন যে গাদ্দাফিপুত্র সাদ গাদ্দাফি বিদ্রোহীদের সঙ্গে আলোচনার জন্য মনোনীত হয়েছেন। কিন্তু সাঈফ আল ইসলামের বক্তব্য এবং গাদ্দাফি মুখপাত্র পরিষ্কার করে বলে দিয়েছে যে, বিদ্রোহীদের সঙ্গে আর কোনো আলোচনা নয়।

গাদ্দাফি বিরোধী কমান্ডাররা বলছে যে, তারা গাদ্দাফির জন্মশহর সিরতের চারপাশ দিয়ে ঘিরে ফেলছে। লিবিয়ায় অনেকগুলো অঞ্চল এখনও গাদ্দাফি অনুগতদের নিয়ন্ত্রনে আছে। কিন্তু বিদ্রোহীদের প্রতি কটাক্ষ করে সাঈফ বলেন, সিরতে বিশ হাজার স্বশস্ত্র সৈন্য প্রস্তুত আছে।
 
অডিও বার্তায় সাঈফ আরও বলেন, বুধবার সকালেও ত্রিপোলির রাস্তায় আমরা হেটেছি। আমাদের কমান্ডাররা বিদ্রোহীদের বিরুদ্ধে ভালো লড়াই করছেন। ঈম্বরের ইচ্ছায় খুব শীঘ্রই আমরা গ্রীণ স্কয়ারে আপনাদের স্যালুট করতে আসবো। এই দেশ থেকে বিশ্বাসঘাতক এবং গুন্ডাবাহিনীকে হটিয়ে দিতে আমরা দিনে-রাতে লড়াই চালিয়ে যাবো।

রাজধানীতে বিদ্রোহীরা ঢোকার পর গ্রিন স্কয়ারের নাম পাল্টে বিদ্রোহীরা ‘শহীদদের স্ক্যয়ার’ নাম দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।