ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গুয়েতেমালায় শিশু নিকেতনে অগ্নিকাণ্ডে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
গুয়েতেমালায় শিশু নিকেতনে অগ্নিকাণ্ডে নিহত ১৯ গুয়েতেমালায় অগ্নিকাণ্ডে নিহত ১৯

ঢাকা: গুয়েতেমালার রাজধানীর দক্ষিণ-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি শিশু নিকেতনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৯ শিশুর মরদেহ উদ্ধার করেছেন দমকল বাহিনীর কর্মীরা। এ ঘটনায় আহত হয়েছে ২৫ জন।  

উদ্ধার কাজ এখনও চলমান। তবে আশংকা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

বুধবার (০৮ মার্চ) রাজধানীর আসুনসিয়ান থেকে ২৫ কিলোমিটার দ‍ূরে সান হোসে পিনুলার ভার্জিন ডে’র একটি শিশু নিকেতনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।  

পুলিশ বলছে, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমএ/এসএনএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।