লন্ডন: লন্ডনে মোবাইল ফোর লুটের অভিযোগে এক বাঙালি মডেলকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছেন সেদেশের আদালত।
২৩ বছর বয়সী মহিমা খানমকে গত ২৫ আগস্ট ইনার লন্ডন ক্রাউন কোর্ট এই সাজা দেয়।
তার বিরুদ্ধে অভিযোগ - তিনি সম্প্রতি লন্ডনে ঘটে যাওয়া দাঙ্গায় সাড়ে ৯ হাজার পাউন্ড মূল্যের একটি মোবাইল ফোন লুট করেছিলেন।
লন্ডন ভিত্তিক কোর্টনিউজ ইউকে এ খবর দিয়েছে।
মহিমা পারফর্মিং আর্টস নিয়ে পড়ালেখা করছেন। এছাড়াও অটিস্টিক শিশুদের নিয়েও কাজ করেন তিনি।
ইনার ক্রাউন লন্ডন কোর্টের বিচারক রজার চ্যাপেল বলেন, ‘লোভ অনেক ভালোকেও খারাপ করে দেয়। আপনার ভালো দিক থাকা সত্ত্বেও লোভের বিষয়টি সত্যি শ্বাসরুদ্ধকর। ’
গত ৭ আগস্ট লন্ডনের টটেনহ্যামে পুলিশের গুলিতে মার্ক ডুগান নামের একজন নিহত হওয়ার ঘটনায় লন্ডনজুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১১