ঢাকা, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৯/১১’র পর দ্বৈতনীতির মধ্যে পড়েছে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১১
৯/১১’র পর দ্বৈতনীতির মধ্যে পড়েছে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা

ইসলামাবাদ:  ৯/১১ এর পর  দ্বৈতনীতির মধ্যে পড়েছে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা। কারনেজি এনডোমেন্টের স্টিফেন ট্যাংকেল নামের সফররত একজন গবেষক এই মন্তব্য করেছেন।



কারনেজি এনডোমেন্টে তার গবেষণার বিষয় হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার বাইরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চরমপন্থা এবং সন্ত্রাসবাদের ব্যাপকতা।

এটা শুধু এ রকম নয় যে যুক্তরাষ্ট্র না চাইলেও পাকিস্তানিরা নিরবিচ্ছিনভাবে চরমপন্থী গোষ্ঠীগুলোকে সহায়তা করে যাচ্ছে না। তিনি আরও বলেন, স্মরণ রাখতে হবে যে, যেসব জায়গায় এখনও সহিংসতা থামে নাই  যুক্তরাষ্ট্র সেরকম কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে তার সহায়তা অব্যাহত রেখেছে।


টাঙ্কেলের নতুন বই ‘স্ট্রমিং দ্য ওর্য়াল্ড স্টেজ: দ্য স্টোরি অব লস্কর-ই-তাইয়েবা’ যা এ বছর প্রকাশিত  হওয়ার কথা রয়েছে, এসব কথা বলা হয়েছে।

ওই বইয়ে বলা হয়েছে, পারস্পরিক সন্ত্রাসবাদ রুখতে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্য দিয়ে রসদ সহায়তা অব্যাহত থাকলেও বিশেষ করে রেমন্ড ড্যাভিস অ্যাফিয়ার এবং বিন লাদেনের তল্লাশিকালে তা ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন,  সুতরাং, এটা একই সঙ্গে ভালো এবং মন্দ দ্ইু-ই। যা দ্বারা নিশ্চয়ই পরবতী সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। আর কতদিন দ্বৈতনীতি চলতেই থাকবে?  অবশ্যই। কিন্তু এর দ্বারা বোঝায়, যুক্তরাষ্ট্র কিছু সহায়তা হয়তো পেয়েছে কিন্তু সেটা তার পছন্দমতো নয়।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।