২০১১ সালে সিরিয়ার সহিংস পরিস্থিতি সৃষ্টির পর থেকে ২০১৬ সালে সবচেয়ে বেশি শিশুর প্রাণহানি হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনের বরাতে সোমবার (১৩ মার্চ) বিবিসি এ খবর জানায়।
ইউনিসেফ জানায়, ২০১৬ সালে ৮৫০ জন শিশু দেশটির যুদ্ধ ও বিভিন্ন সহিংসতার কাজে ব্যবহার করা হয়। যা আগের বছরের তুলনায় দ্বিগুণ।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশাল আল আসাদকে উৎক্ষাত করতে ২০১১ সালে মার্চ থেকে সরকারবিরোধী বিক্ষোভ, সহিংসতা ও গৃহযুদ্ধ শুরু হয়েছে। আর এতে ইরাক ও সিরিয়াভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় প্রায় প্রাণহানির ঘটনা ঘটছে।
অপরদিকে আইএস রুখতে দেশটিতে পৃথকভাবে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযানে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের প্রাণহানি হচ্ছে। দিন যতই গড়াচ্ছে যুদ্ধ ও সহিংসতায় শিশুদের প্রাণহানি বেড়েই চলছে।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
টিআই